খুমসের সাতটি দ্রব্য
মাসআলা (১০৯২): সাতটি জিনিসে খুমস ওয়াজিব হয়। যথা:
১. রোজগার (ব্যবসা ও কাজের মুনাফা), ২. খনি, ৩. গুপ্তধন, ৪. হারাম মিশ্রিত হালাল সম্পদ, ৫. ডুবুরি দ্বারা সমুদ্র হতে প্রাপ্ত মণিমাণিক্য, ৬. যুদ্ধলব্ধ গণিমত, ৭. যে জমি জিম্মি কাফের মুসলমানদের থেকে খরিদ করে।
মাসআলা (১০৯৩): বিনা ওযরে খুমস পরিশোধ না করা হারাম।
মাসআলা (১০৯৪): যদি কোন মাইয়্যাত এ মর্মে ওসিয়ত করে যায় যেন তার সম্পদের কিছু অংশ খুমসস্বরূপ পরিশোধ করা হয় কিংবা তার ওয়ারিশ যদি নিশ্চিত (ইয়াকীন) হতে পারে যে সে কিছু খুমস দেনা রয়েছে, সেক্ষেত্রে যতক্ষণ মাইয়্যাতের ওসিয়ত পালন করা না হবে অথবা তার পরিত্যক্ত সম্পদ হতে তার দেনা পরিশোধ করা না হবে, ততক্ষণ তার সম্পদে হস্তক্ষেপ করতে পারবে না। আর তার ওসিয়ত পালন কিংবা দেনা পরিশোধের পূর্বে ঐ সম্পদে তাদের হস্তক্ষেপ, উক্ত ওসিয়ত কিংবা দেনার পরিমাণ অংশে গসব তথা অবৈধ হস্তক্ষেপ হিসাবে বিবেচিত হবে। আর পূর্ববর্তী হস্তক্ষেপসমূহের ব্যাপারে তারা দায়বদ্ধ থাকবে।
সূত্রঃ রেসালায়ে মুস্তাখাব আল-আহকাম বই থেকে সংগ্রহীত
হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়েদ আলী খামেনেয়ী (মুদ্দা যিল্লুহু )- এর ফতোয়া অনুযায়ী সংকলিত
