খুলনায় শিয়া-সুন্নি আলেমদের ভ্রাতৃত্বের অনন্য নিদর্শন

প্রথমবারের মতো খুলনায় শিয়া ও সুন্নি আলেমদের যৌথ উদ্যোগে আরবাইন ইমাম হুসাইন (আ.) উপলক্ষে তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেমগণের সংগঠন জামিয়াতে মূহিব্বিনে আহলে বাইত (আ.)-এর পক্ষ থেকে এই তাবারুক বিতরণে অংশ নেন। আয়োজকরা জানান, এই কর্মসূচি শুধু ইমাম হুসাইন (আ.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যমই নয়, বরং মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্যের বাস্তব প্রতিফলন।

অনুষ্ঠানে উপস্থিত আলেমরা বলেন, কারবালার মহান শিক্ষা হলো সত্য, ন্যায় ও মানবতার জন্য আত্মত্যাগ। ইমাম হুসাইন (আ.)-এর চেতনা কেবল শিয়া সম্প্রদায়ের নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর প্রেরণার উৎস। এ কারণেই আরবাইন বিশ্বব্যাপী আজ মুসলিম ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।

তাবারুক বিতরণের মাধ্যমে খুলনায় যে সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে, তা দেশের ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতাকে আরও শক্তিশালী করবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, আরবাইন ইমাম হুসাইন (আ.) বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম শোক সমাবেশ, যা প্রতিবছর কারবালা সফরে কোটি মানুষের অংশগ্রহণে পালিত হয়।

Related posts

খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.আ.) ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত

খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More