নারীদের বিভিন্ন গোনাহ’র বিভিন্ন প্রকার শাস্তি

by Syed Tayeem Hossain

ভাষান্তর: হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ

ইমাম তনয় হযরত আব্দুল আজিম হাসানি (আ.) ইমাম মোহাম্মদ তাকি (আ.) হতে এবং তিনি স্বীয় পূর্বপুরুষগণ হতে বর্ণনা করেন যে, আমিরুল মোমেনিন হযরত আলী (আ.) বলেন: একদা আমি ও ফাতেমা (সা.আ.) একত্রে আল্লাহর রসুলের (সা.) সমীপে উপস্থিত হয়ে দেখলাম যে, তিনি খবুই কান্না করছেন। আমরা বিনীতভাবে জিজ্ঞাসা করলাম: হে আল্লাহর রসুল (সা.), আমার পিতা-মাতা আপনার নিমিত্তে উৎসর্গ হোক! আপনি কি কারণে কান্না করছেন?

তিনি বললেন: হে আলি! যে রাতে আমাকে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল, সে রাতে আমি আমার উম্মতের কতক নারীকে কঠিন আজাবস্থায় দেখলাম। আর তাদের অবস্থা দেখে আমি হতভম্ব হয়েছি ও তাদের আজাবের কারণে কান্না করছি।

  • জনৈকা নারীকে দেখলাম যে, সে তার মাথার চুলের দ্বারা ঝুলে আছে এবং তার মাথার মগজ টগবগ করে ফুটছে!
  • জনৈকা নারীকে দেখলাম যে, সে তার জিহ্বার সাহায্যে ঝুলে আছে এবং জাহান্নামের গরম পানি তার গলদেশে ঢালা হচ্ছে!
  • একজন নারীকে দেখলাম যে, সে তার স্তনের সাহায্যে ঝুলে রয়েছে!
  • এক নারীকে দেখলাম যে, সে তার নিজের শরীরের মাংস খাচ্ছে এবং তার তলদেশে আগুনের লাভা দাউদাউ করে জ্বলছে!
  • জনৈকা নারীকে দেখলাম যে, হাত-পা একত্রে বাঁধা হয়েছে এবং সাপ-বিচ্ছু তার উপর আধিপত্য বিস্তার করেছে!
  • অন্ধ, বোবা ও কালা এক নারীকে দেখলাম যে, তাকে আগুনের একটি খাটিয়াতে রাখা হয়েছে এবং তার মাথার মগজগুলি [গলে গলে] তার নাসিকা দিয়ে বের হচ্ছে! আর কুষ্ঠরোগে তার শরীর ছিন্ন-ভিন্ন হয়ে গেছে!
  • এক নারীকে দেখলাম যে, আগুনের চুল্লির উপর, তার পায়ের দ্বারা ঝুলে আছে!
  • এক নারীকে দেখলাম, আগুনের কাঁচি দ্বারা [আগ-পিছ হতে] তার শরীরের মাংসকে টুকরো টুকরো করে কাটা হচ্ছে!
  • জনৈকা নারীকে দেখলাম, তার মুখমণ্ডল ও হাতদু’খানা আগুনে পুড়ছে এবং সে তার নিজের নাড়ী-ভুড়িকে খাচ্ছে!
  • অপর এক নারীকে দেখলাম যে, তার মাথাটি শুকরের মাথার আকার এবং তার শরীরখানা গাধার শরীরের আকার, এসব ছাড়াও তাকে সহস্র প্রকারের শাস্তি দেয়া হচ্ছে!
  • এক নারীকে দেখলাম যে, সে কুকুরের আকৃতি ধারণ করেছে এবং তার পিছন দিক হতে আগুন প্রবেশ করছে ও তার মুখ দিয়ে বের হচ্ছে, আর ফেরেশÍতাগণ আগুনের গদা দ্বারা তার মাথায় আঘাত করছেন!

ফাতেমা (সালামুল্লাহ্ আলাইহা) বিনীতভাবে জিজ্ঞাসা করলেন:
হে আমার শ্রদ্ধেয় আব্বাজান! হে আমার নয়নের তারা!! আপনি আমাকে সংবাদ দিন যে, তাদের আচার-ব্যবহার ও কার্যকলাপ কেমন ছিল যে, মহান আল্লাহ্ তাদের জন্যে এরূপ শাস্তি ও আজাব নির্ধারণ করেছেন?

আল্লাহর রসুল (সা.) বললেন: হে আমার কন্যা!

  • যে মহিলাটি স্বীয় মাথার চুলের সাহায্যে ঝুলন্ত ছিল সে পর পরুষের সামনে তার মাথার চুলকে ঢাকতো না।
  • যে নারীটি স্বীয় জিহ্বার সাহায্যে ঝুলছিল সে তার মুখের ভাষার মাধ্যমে স্বীয় স্বামীকে কষ্ট দিত।
  • যে মহিলাটি স্বীয় স্তনের সাহায্যে ঝুলছিল সে তার স্বামীর জৈবিক চাহিদা পূরণ হতে বিরত থাকত।
  • যে নারীটি স্বীয় পায়ের সাহায্যে ঝুলন্ত ছিল সে তার স্বামীর অনুমতি ছাড়াই গৃহের বাইরে যেত।
  • যে নারীটি নিজের শরীরের মাংশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল সে পর পুরুষের জন্যে নিজেকে সাজ-সজ্জা করত।
  • যে মহিলাটির হাত-পা একত্রে বাঁধা ছিল ও সাপ-বিচ্ছু তার উপর আধিপত্য বিস্তার করেছিল সে এমনই এক নারী ছিল যে, নিজেকে ধৌত করত না, নিজের পোষাকসমূহকে পবিত্র করত না, ঋতুস্রাব ও নেফাস শেষ হলে, পবিত্রতা অর্জনের জন্যে গোসল করত না, বিভিন্ন প্রকার অপবিত্রতা হতে স্বীয় শরীরকে পবিত্র করত না এবং নামাজকে তুচ্ছ জ্ঞান করত।
  • যে নারীটি অন্ধ, বধির ও বোবা ছিল, সে অবৈধ মিলনের দ্বারা সন্তানের জন্ম দিয়ে স্বীয় স্বামীর কাঁধে চাপাত।
  • আগুনের কাঁচি দ্বারা যে নারীর শরীরের গোস্ত টুকরো টুকরো করে কাটা হচ্ছিল, সে পর পুরুষদেরকে নিজের প্রতি আকর্ষণ করার জন্যে নিজেকে প্রদর্শন করত।
  • যে নারীর মুখমণ্ডল ও শরীরকে আগুনে জ্বালানো হচ্ছিল এবং নিজের নাড়ী-ভুড়ি নিজেই খাচ্ছিল, সে এমনই এক নারী ছিল যে না-মাহরাম নারী-পুরুষকে পরস্পরের সঙ্গে মিলনের বা কামভাব চরিতার্থ করার জন্যে তাদের মাঝে মিডিয়া হিসেবে কাজ করত।
  • যে নারীর মাথাটি শুকরের মাথার ন্যায় ও শরীরখানা গাধার শরীরের ন্যায় ছিল, সে একের কথা বহন করে নিয়ে গিয়ে অপরকে শুনাতো এবং চরম মিথ্যাবাদিনী ছিল।
  • যে নারীটি কুকুরের আকৃতি বিশিষ্টা ছিল এবং তার পিছন দিক হতে আগুন দেয়া হচ্ছিল ও মুখ দিয়ে বের করা হচ্ছিল, সে গান-বাজনা করত ও বিদ্বেষপরায়ণ ছিল।

অতঃপর আল্লাহর রসুল (সা.) বললেন: অভিশম্পাত ঐ নারীর প্রতি যে নারী স্বীয় স্বামীকে অসন্তুষ্ট করল। আর সুখবর ঐ নারীর জন্যে যে স্বীয় স্বামীকে সর্বদা সন্তুষ্ট রাখল। (উয়ুনো আখবারির রেজা আ., ২য় খণ্ড, পৃ. ১০; বিহারুল আনওয়ার, ৮ম খণ্ড, পৃ. ৩০৯ এবং ১০৩তম খণ্ড, পৃ. ২৪৫।)।

সূত্র: অয়েনেয়ে রাফতর গ্রন্থ হতে সংকলিত।###

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?