প্রশ্ন-১১: স্ত্রীলোকের জন্য সংশ্লিষ্ট রোগ সম্পর্কে মহিলা ডাক্তার থাকা সত্তে ও পুরুষ ডাক্তারকে দেখানো কি জায়েজ? অবশ্য, এ দিকে লক্ষ্য রাখতে হবে যে প্রায়শঃই তার প্রতি তাকানোর দরকার হয় এবং কখনো কখনো পরীক্ষাও করাতে হয়?
উত্তর: জায়েজ নয়। (ইস্তিফতা)
প্রশ্ন-১২: ইরানের কিছু কিছু এলাকায় বিয়ে সম্পর্কে একটি পদ্ধতি রয়েছে। সেটা হল যে, কর্মকর্তা-কর্তৃপক্ষের থেকে নির্দেশ প্রদান করা হয় রক্তের গ্রুপ পরীক্ষার কার্ড সংগ্রহ করার জন্যে। যদি এ পরীক্ষা সম্পন্নের জন্য কোন মহিলা ডাক্তার না থাকে তাহলে কি পুরুষ ডাক্তার এ কাজ সম্পন্ন করতে পারে নাকি পারে না? আর যদি মহিলা ডাক্তার বর্তমান থাকে কিন্তু অবহেলা বা অন্য কোন কারণে পুরুষ ডাক্তার দিয়ে পরীক্ষা করে তাহলে কি আপত্তি আছে?
উত্তর:যদি পরীক্ষা করতে স্পর্শ করা বা হারাম দৃষ্টিপাতের প্রয়োজন হয় তাহলে জায়েজ নয়। (ইস্তিফতা)
প্রশ্ন-১৩: স্ত্রীলোকদের জন্য পুরুষ দর্জির হুকুম কি?
উত্তর: যদি মাল নেয়ার জন্য কাপড় দিয়ে থাকে এবং তার অঙ্গ-প্রত্যঙ্গের মাপ না নেয় তাহলে আপত্তি নেই। (ইস্তিফতা)
প্রশ্ন-১৪; স্ত্রীলোকদের জন্য গাড়ী ড্রাইভিং করার হুকুম কি?
উত্তর: পর্দা বজায় রেখে এবং শারয়ী দায়িত্ব কর্তব্য মেনে চললে তাতে নিষেধ নেই। (ইস্তিফতা)
প্রশ্ন-১৫: স্ত্রীলোকেরা কি সামরিক কৌশলসমূহের ট্রেনিং গ্রহণ করতে পারে নাকি পারে না?
উত্তর: শারয়ী কর্তব্যসমূহ পূর্ণরূপে মান্য করে স্ত্রীলোকদের জন্য সামরিক ট্রেনিং গ্রহণ করতে নিষেধ নেই। আর যদি তা নির্ভর করে যে না-মাহরাম লোক তাদেরকে ট্রেনিং প্রদান করবে তাহলে তা পরিহার করবে। (ইস্তিফতা)
সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত
