বাংলাদেশের শিয়া মুসলমানদের প্রভাবশালী সংগঠন ইমামিয়া উলামা কাউন্সিলের সভাপতি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী এক বিবৃতিতে বলেছেন, “বিশ্ব জায়োনিজম তথা দখলদার ইসরায়েলি অপশক্তির ঘৃণ্য ও ষড়যন্ত্রমূলক তৎপরতা তাদের দুর্বলতা ও হতাশার পরিচায়ক।”
খুলনার ইসলামি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইসলামি শিক্ষা কেন্দ্রের পরিচালক বলেন, “ইসরায়েল ও তাদের দোসরদের পক্ষ থেকে বেলায়েতে ফকিহ ও শিয়া মারজায়েতের বিরুদ্ধে যে হুমকি ও অপচেষ্টা চালানো হচ্ছে, তা তাদের অসহায়ত্ব, দুর্বলতা ও পথভ্রষ্টতারই প্রকাশ।”
তাঁর বিবৃতিটি নিচে তুলে ধরা হলো:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
وَ قُلْ جاءَ الْحَقُّ وَ زَهَقَ الْباطِلُ إِنَّ الْباطِلَ کانَ زَهُوقاً
বল: সত্য এসেছে, আর মিথ্যা নিশ্চিহ্ন হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবারই উপযুক্ত। (সূরা ইসরা: ৮১)
সম্মানিত ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা, হযরত আয়াতুল্লাহ আল উজমা ইমাম খামেনেয়ী (দা.বা.)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
হে মুসলিম উম্মাহর অভিভাবক, হে ইসলামের মর্যাদা ও প্রতিরোধের পতাকাবাহক, হে প্রজ্ঞাবান ফকীহ ও দূরদর্শী মারজা,
আমরা—বাংলাদেশের শিয়া উলামা পরিষদ, হৃদয়ভরা ঈমান, ভালোবাসা ও পূর্ণ আস্থা নিয়ে আপনার নেতৃত্ব, মারজেয়াত ও বেলায়েতকে সমর্থন জানাচ্ছি। আমরা আপনার আলোকিত দিকনির্দেশনাকে আমাদের ওপর একটি শরয়ী, বুদ্ধিবৃত্তিক ও বিপ্লবী কর্তব্য হিসেবে বিবেচনা করি।
আজ যখন কুফর ও মুনাফিক শক্তি, তাদের সমস্ত প্রচারমাধ্যম ও রাজনৈতিক উপকরণ দিয়ে ইসলামি নেতৃত্ব ও শিয়া মারজায়াতকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে, তখন আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি: বেলায়াতে ফকীহ হল উম্মতে মুসলিমার লাল রেখা। আর ইমাম খামেনেয়ী হচ্ছেন অবিচল প্রতিরোধ, স্বাধীনতা ও সম্মানের প্রতীক।
বিশ্ব জায়োনিস্ট ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো বর্তমানে হুমকি, নিষেধাজ্ঞা ও মানসিক চাপ প্রয়োগের মাধ্যমে আপনার মর্যাদার ক্ষয় সাধনে ব্যর্থ অপচেষ্টা চালাচ্ছে। এটি একদিকে যেমন তাদের দুর্বলতা ও দিশেহারা অবস্থার প্রতিফলন, তেমনি অপরদিকে এটি প্রমাণ করে যে, আপনার সুদৃঢ় অবস্থান, প্রজ্ঞাময় দিকনির্দেশনা এবং সুস্পষ্ট বক্তব্য আজকের বৈশ্বিক সমীকরণে কতটা গভীর প্রভাব বিস্তার করেছে।
আমরা এই শত্রুতাপূর্ণ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং ঘোষণা করছি যে, আমরা ইমাম খামেনেয়ীর নেতৃত্বে মূল ইসলামী আদর্শ ও বিপ্লবী পথে অটল রয়েছি এবং তাকে পূর্ণ সমর্থন ও আনুগত্য জানাচ্ছি।
আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন আপনার ছায়াকে দীর্ঘদিন ধরে মুসলিম উম্মাহর ওপর বহাল রাখেন এবং আপনাকে হেফাজতে রাখেন—যতদিন না আমাদের শেষ যামানার ইমাম, ইমাম মাহদী (আ.ফা.) আবির্ভূত হন।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী
পরিচালক, ইসলামি শিক্ষা কেন্দ্র, খুলনা
সভাপতি, ইমামিয়া উলামা কাউন্সিল, বাংলাদেশ