মায়ের অধিকার অর্থ: তোমার মায়ের অধিকার হচ্ছে এই যে, তোমাকে জানতে হবে যে, সে এমন স্থানে তোমাকে বহন করেছে যেখানে কেউ কাউকে বহন করে না। তার অন্তরের ফল থেকে তোমাকে খাদ্য দান করেছে যা অন্য কেউ দান করে না। নিজের সর্বস্ব দিয়ে সে তোমাকে রক্ষা করেছে। নিজে ক্ষুধার্ত থেকে তোমাকে খাইয়েছে। নিজে পিপাসার্ত থেকে তোমার পিপাসা নিবারণ করেছে। নিজে পরিধান না করে তোমাকে পোশাক পরিয়েছে। নিজে রৌদ্রে থেকে তোমাকে ছায়া দান করেছে। তোমার জন্যে ঘুমকে ত্যাগ করেছে এবং তোমাকে গরম ও ঠাণ্ডা হতে রক্ষা করেছে যাতে তুমি তার হও। আল্লাহর তওফীক এবং সাহায্য ব্যতীত তুমি তার কৃতজ্ঞতা আদায়ে অক্ষম।
পবিত্র কোরআন বলছেঃ (আর স্মরণ কর সেই সময়ের কথা) যখন আমি বনী-ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, তোমরা আল্লাহ্ ছাড়া কারও উপাসনা করবে না এবং পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। ( সূরা: বাকারাহ, ৮৩তম আয়াত )
আর আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানোর মেয়াদ দুই বছরে। (আরও নির্দেশ দিয়েছি যে,) আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও; অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। তারা (পিতা-মাতা) যদি তোমাকে আমার সঙ্গে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে যার জ্ঞান তোমার নেই; তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সঙ্গে সম্ভাবে সহাবস্থান করবে। যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব। ( সূরা: লোকমান, ১৪-১৫তম আয়াত )
আর জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি (সূরা: মারইয়াম, ৩২তম আয়াত।)
এক ব্যক্তি রসুলের (সা.) সম্মুখে উপস্থিত হয়ে বলল: হে আল্লাহর রসুল! কার প্রতি পুণ্য করব? তিনি (সা.) বললেন: তোমার মায়ের প্রতি। পুনরায় জিজ্ঞেস করল: তারপর কে? তিনি (সা.) বললেন: তোমার মা। আবার জিজ্ঞেস করল: তারপর? তিনি (সা.) বললেন: তোমার মা। লোকটি পুনরায় (চতুর্থ বারের মত) জিজ্ঞেস করল: তারপর কে? তিনি (সা.) বললেন: তোমার বাবা।
এক যুবক তার মায়ের সঙ্গে রাসুলের (সা.) খেদমতে উপস্থিত হয়ে জেহাদে যাবার অনুমতি চাইল, কিন্তু তার মা তাকে যেতে নিষেধ করছিল। তখন রসুল (সা.) বললেন: (হে যুবক! তোমার) মায়ের নিকটেই অবস্থান কর! (কেননা) এর সওয়াব, যুদ্ধে যাবার চেয়ে কোনো অংশেই কম নয়।
রসুল (সা.) বলেন: মায়েদের পদতলে জান্নাত।
সূত্র : ( ইমাম সাজ্জাদ (আ.)-এর রিসালাতুল হুকুক (অধিকার বিষয়ক সন্দর্ভ )