খুলনায় হযরত আয়াতুল্লাহ উজমা ইমাম খোমেনী (রহ.) এর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

by Rashed Hossain

গত ০৪/০৬/২০১৮ইং সোমবার বিকাল ৪ ঘটিকায় ইসলামী শিক্ষা কেন্দ্র ও আহলুল বাইত (আ.) ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ইসলামী শিক্ষা কেন্দ্রের আল কাউছার সেমিনার কক্ষে ইসলামী বিপ্লবের মহান স্থপতি হযরত আয়াতুল্লাহ উজমা ইমাম খোমেনী (রহ.)এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোর্তজা ও নবনিযুক্ত শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অন্যতম শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোঃ শহীদুল হক। পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া-এ ইমাম-এ-জামান (আ.) এর মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানে “একটি উজ্জ্বল নক্ষত্রের সফল বিস্ফোরণ” শীরোনামে একটি স্বরচিত প্রবন্ধ পরিবেশন করেন হুজ্জাতুল ইসলাম মোঃ শহীদুল হক। তিনি তার প্রবন্ধে ইমাম খোমেনী (রহ.) শৈশব, শিক্ষা ও ধর্মীয় রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।
হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ তার সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বাক্যটির সফল রূপকার ছিলেন হযরত ইমাম খোমেনী (রহ.)। এ বাক্যটির উপর তাঁর ছিল গভীর আস্থা ও বিশ্বাস। তাই ইমাম খোমেনী (রহ.) এর ধর্মীয় তথা রাজনৈতিক জীবনের প্রতিটি পদে পদে আমরা এই বাক্যটি বাস্তবায়ন দেখতে পাই। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে তিনি ভয় পেতেন না ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠার পর থেকে তাঁর মৃত্যু পর্যন্ত তিনি দেখিয়ে গেছেন।
হুজ্জাতুল ইসলাম আলী মোর্তজা তার দীর্ঘ ভাষণে হযরত ইমাম খোমেনী (রহ.) জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ইমাম খোমেনী (রহ.) ছিলেন একটি যুগ সচেতন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব। সমাজের উপরে তার প্রভাব-প্রতিপত্তি কতখানি তিনি তার বিপ্লবের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী সভাপতির বক্তব্যে ইমাম খোমেনী (রহ.)কে আল্লাহর একজন ওলী হিসেবে আখ্যায়িত করে বলেন, ইমাম খোমেনী (রহ.) এর বেলায়েতে ফকীহ অর্থাৎ ফকীহ’র নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগের অধিকার সম্পর্কিত ধারণাটি একটি অনন্য সাধারণ ঘটনা। কারণ ইসলামী শাসন ব্যবস্থায় ফকীহ বা সর্ব্বোচ্চ আলেমের ক্ষমতা প্রয়োগের অধিকার ছাড়া অন্যকোন বিকল্প নেই। আর সে কারণেই হযরত ইমাম খোমেনী (রহ.) ইরানের বুকে একটি সফল ইসলামী বিপ্লব প্রতিষ্ঠায় সফল হয়েছিলেন। বর্তমান বিশ্বে ওলীয়ে ফকীহ ও মার্জাগণ ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রেখেছেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানী সেক্রেটারী সৈয়দ মোহাম্মাদ ইকবাল।####

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?