আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা আয়োজিত নবী নন্দিনী হযরত ফাতেমা যাহ্রা (সাঃআঃ) ও ইমাম খোমেনী (রহঃ) এর জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টায় ১২, আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর ইমামবাড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ হাসান সেহাত। আরও বক্তব্য রাখেন খুলনা বিশিষ্ট আইনজীবি ও সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা এ্যাড. মোঃ জাকির হোসেন, এ্যাড. রাজ্জাক, অধ্যাপক ড. শাহজালাল, পরিচালক, মর্ডাণ ল্যাংগুয়েজ সেন্টার, খুলনা বিশ্ববিদ্যালয়, ভারত থেকে আগত হুজ্জাতুল ইসলাম মাওলানা মনীর এবং পশ্চিমবঙ্গের ‘সত্যের পথে’ ইসলামি পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদসহ অনেকে।###
![]() |
![]() |