প্রশ্নঃ ১) ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগকারী কিম্বা নামাজের প্রতি অবহেলাকারীর হুকুম কি ?
উত্তরঃ ইসলামী শরীয়তের দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ বিশেষ গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব। বরং তা দ্বীনের স্তম্ব সরূপ। তা পরিত্যাগ করা কিম্বা অবহেলা করা শারয়ীভাবে হারাম এবং শাস্তিযোগ্য।
প্রশ্নঃ ২) উভয় প্রকার পবিত্রতা থেকে বঞ্চিত ব্যক্তির উপর নামাজ কি ওয়াজিব ?
উত্তরঃ এহতিয়াতের হলো সে ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করবে। আর ওয়াক্তের পরে ওযু অথবা তায়াম্মুম সহকারে কাযা আদায় করবে।
সুত্রঃ আজবেবাতুল ইস্তিফতাআত (ওলীয়ে আমরে মুসলিমীনে জাহান হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়েদ আলী খামেনেয়ী (মুদ্দা যিল্লুহুল অলী)- এর ফতোয়া সংকলন)