28
ইসলামে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আখলাক বা চরিত্র। একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার আচার-আচরণ ও ব্যবহারের মাধ্যমে।ইসলাম শুধু নামাজ, রোযা বা হজ্জ নয়—এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যা মানুষকে পরস্পরের প্রতি দয়া, সহানুভূতি ও নম্রতার শিক্ষা দেয়।
ইমাম জাফর আস-সাদিক (আঃ) বলেন:
“যে ব্যক্তি আখলাকে সুন্দর করে তোলে, আল্লাহ তার আমলকে কবুল করেন, যদিও তা অল্প হয়।”
— আল কাফি খন্ড.২ পৃষ্টা ৯৯
সুন্দর আখলাকই একজন মুমিনের প্রকৃত পরিচয়। তাই প্রতিদিন আমাদের আচরণে নরমতা, ধৈর্য ও সম্মান প্রকাশ করাই প্রকৃত ইবাদতের অংশ।
