পিতা ইমাম মুসা ইবনে জাফর (আ.) এবং ভাই ইমাম রেযা (আ.)-এর স্মৃতি বিজড়িত প্রিয় সান্নিধ্যে হযরত মাসুমা (সা.)-এর শৈশব অতিবাহিত হয়। যার ফলে তাঁদের মহামূল্যবান জ্ঞান ভাণ্ডারের অসামান্য রত্নে সমৃদ্ধ হয় তাঁর জ্ঞান ও প্রতিভা। অবশ্য শৈশবের এই আনন্দ বেশীদিন স্থায়ী ছিল না। কেননা, হারুনের কারাগারে তাঁর পিতা শাহাদাতবরণ করেন। দশ বছরের
ইয়াতিম কন্যা মাসুমা (সা.)-এর জীবনজুড়ে তাই নেমে আসে দুঃখের করুণ অন্ধকার। পিতার বিয়োগান্তে তার লালন-পালনের দায়িত্ব বড় ভাই হযরত আলী ইবনে মুসা আর-রেযা (আ.)-এর উপরে বর্তায় এবং তিনি ইমাম রেযা (আ.)-এর অভিভাবকত্বের ছত্রছায়ায় বেড়ে ওঠেন। ইমাম রেযা (আ.) তাঁর বোন হযরত মাসুমা (সা.) কে ভীষণ ভালোবাসতেন। একইভাবে মাসুমা (সা.)ও ভাইয়ের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ