ইমাম আলী (আঃ) আট শ্রেণীর মানুষের কথা চিন্তা করে বিস্মিত হয়েছেন!
১. কৃপণদের দেখে আমার আশ্চর্য লাগে যারা দুর্দশার দিকে দ্রুত বেগে ধাবিত হচ্ছে; অথচ তারা দুর্দশা হতে দৌড়ে পালাতে চায়।
২. দুনিয়ার আরাম আয়েশ সে হারিয়ে ফেলছে; অথচ তা ব্যাকুলভাবে কামনা করছে।
৩. তাদের দেখে বিস্মিত হই যারা দুনিয়াতে দারিদ্র্যের মতো জীবনযাপন করে অথচ পরকালে ধনী লোকের সমান হিসাব দিতে হবে।
৪. অহঙ্কারী লোকদের দেখে আমার আশ্চর্য লাগে, যে ক’দিন আগেও বীর্যের ফোটা ছিল এবং আগামীকাল লাশে পরিণত হবে।
৫. যে লোক আল্লাহতে সন্দেহ করে তাকে দেখে আমার আশ্চর্য লাগে, কারণ সে তো আল্লাহর সৃষ্টি দেখেছে।
৬. মানুষকে মরতে দেখেও যেসব লোক মৃত্যুকে ভুলে থাকে তাদের দেখে আমার আশ্চর্য লাগে।
৭. সেসব লোককে দেখে আমার আশ্চর্য লাগে যারা দ্বিতীয় জীবনকে অস্বীকার করে অথচ তারা প্রথম জীবনকে দেখছে।
৮. তাদের দেখে আশ্চর্য লাগে যারা চিরস্থায়ী আবাসকে ভুলে ক্ষণস্থায়ী আবাস গড়ায় ব্যস্ত হয়ে আছেন।(নাহজুল বালাগা ১২৬ নম্বর হিকমত পূর্ণ বাণী)
167
আগের পোস্ট