এতে কোন সন্দেহ নেই যে, যুগে যুগে আল্লাহর দ্বীন তার অনুসারীদেরকে জন্তু-জানোয়ারের মত নিয়ম-কানুন বিহীন ও করণীয় কর্তব্য ছাড়া ছেড়ে দেয়নি। বরং কিছু বিধি-বিধান ও নিয়ম-পদ্ধতি নির্ধারণ করেছে। যাতে করে এর জ্ঞান অর্জন করে তদানুযায়ী মানুষ আমল-অনুশীলন করতে পারে।
দ্বীন ইসলাম যা মহান আল্লাহর সর্বশেষ দ্বীন ও পরিশিষ্ট খোদায়ী সংবিধান, এরও রয়েছে কিছু হুকুম আহকাম ও নিয়ম পদ্ধতি। যা বিশেষ শর্তাবলী সাপেক্ষে কঠোর শ্রম-সাধনার দ্বারা কোরআনী আয়াত ও মাসুমীন’ (আঃ) গণের হাদীস থেকে নিরূপিত হয়ে থাকে।
বস্তুতঃ যে ব্যক্তি নিজের অনুসন্ধান ও গবেষণার দ্বারা উল্লিখিত পন্থায় নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোর সমাধান নির্ণয় করেন, তিনিই হচ্ছেন মুজতাহিদ। আর যারা এ যোগ্যতার অধিকারী নন অথবা (ইজতিহাদের) পর্যাপ্ত সময় রাখেন না তাদের উচিত মুজতাহিদের তাক্বলীদ করা। এমন লোককে বলা হয় মুক্বাল্লিদ বা অনুসরণকারী।