মুজতাহিদ ও মারজায়ে তাকলীদ

by Syed Yesin Mehedi

মুজতাহিদ সে ব্যক্তি যিনি নিজের অর্জিত জ্ঞান দ্বারা মানুষের ধর্মীয়, সামাজিক ও পারস্পরিক লেন-দেন, আদান-প্রদান, বিনিময় এবং মানবজীবনের অন্যান্য নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোর ইসলামী বিধি-বিধান বা সমাধান কোরআন ও হাদীসের দলীল প্রমাণের ভিত্তিতে নির্ণয় করেন।

অন্যভাবে বলা যায়, মুজতাহিদ তিনি হয়ে থাকেন যিনি ঐশী আইন-কানুন ও মানুষের করণীয় যা মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য নির্দিষ্ট করেছেন, তা নিজের জ্ঞানের সাহায্যে (কোরআন ও হাদীসের দলীল প্রমাণের ভিত্তিতে) নির্ণয় করে থাকেন। এর উদ্দেশ্য হলো তিনি নিজে এবং অন্য সকল মানুষও এ হুকুম আহকামগুলোর প্রতি আনুগত্যপরায়ণ ও আমল-অনুশীলনকারী হতে পারে।

ইজতেহাদের ধারায় “মারজায়ে তাকলীদ” সেই আলেম বা মুজতাহিদ হয়ে থাকেন, যিনি এ গুণাবলিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং মানুষ তাদের ধর্মীয় বিষয়াদিতে তাকীদ বা অনুকরণ করার যোগ্য হন।

একজন মুসলমানের করণীয়

একজন বিশ্বাসী মুসলমানের জন্য ধর্মীয় বিষয়াদিতে করণীয় হলো—

  • হয় সে নিজেই মুজতাহিদ হবে,

  • অথবা এমন মুজতাহিদের তাকলীদ করবে যার মধ্যে মুজতাহিদের প্রয়োজনীয় গুণাবলি ও শর্তাবলি বিদ্যমান রয়েছে।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?