যদি সন্দেহ হয় আমি ওজু করেছি কি না-করণীয় কী?

by Syed Yesin Mehedi

আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ি (দা.বা.) এক ফিকহি জিজ্ঞাসার উত্তরে বলেছেন “কেবল অভ্যাস বা অনুমানের ওপর নির্ভর করে ইবাদতের শর্ত পূর্ণ হয় না; নিশ্চিত জ্ঞানই এখানে মূল ভিত্তি।”
আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ধর্মীয় অভ্যাস রয়েছে, যা ধীরে ধীরে আচরণের স্বাভাবিক অংশে পরিণত হয়। যেমন অনেকেই ঘর থেকে বের হওয়ার আগে নিয়মিত ওজু করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাস এতটাই স্বতঃস্ফ‚র্ত হয়ে যায় যে, ব্যক্তি সচেতনভাবে খেয়ালও করেন না তিনি আসলেই ওজু করেছেন কি না।
ইবাদতের ক্ষেত্রে যেখানে পবিত্রতা (তাহারাত) অপরিহার্য শর্ত, সেখানে কেবল অভ্যাস বা আন্দাজের ওপর নির্ভর করা কি যথাযথ হবে? এই প্রশ্ন শুধু ব্যক্তিগত সংশয় নয়, বরং এটি গভীরতর ফিকহি আলোচনার দ্বার উন্মোচন করে।
প্রশ্ন: আমি সবসময় ঘর থেকে বের হওয়ার আগে অভ্যাসবশত ওজু করি। কিন্তু কখনো কখনো মনে সন্দেহ হয় আজ কি সত্যিই ওজু করেছি? এ অবস্থায় আমার করণীয় কী?
উত্তর (আয়াতুল্লাহ খামেনেয়ি): “শুধু অভ্যাস বা ধারণার ওপর নির্ভর করা যাবে না। যতক্ষণ না নিশ্চিত হওয়া যায় যে আপনি ওজু করেছেন, ততক্ষণ ধরে নিতে হবে আপনি ওজুহীন অবস্থায় আছেন।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?