রসুল (সা.) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন:
অর্থাৎ যখন কোনো মানুষ আল্লাহর নাম নিয়ে কোনো বাহনে আরোহণ করে তখন একজন ফেরেশতা তার পেছনে আরোহণ করেন এবং ব্যক্তিটি স্বীয় বাহন থেকে নামা পর্যন্ত তিনি তার রক্ষণাবেক্ষণ করেন। আর যদি আরোহণ করার সময় সে আল্লাহর নাম না নেয় তাহলে শয়তান তার পেছনে আরোহী হয় এবং তাকে বলে, ‘তুমি গান গাও!’ যদি সে বলে, ‘আমি ভালোভাবে গান গায়তে জানি না বা পারি না।’ তখন সে বলে, ‘তুমি ভালোভাবে গান গায়তে শেখার জন্যে হৃদয় থেকে কামনা কর!’ ফলে সে বাহন থেকে নামা পর্যন্ত অব্যাহতভাবে ভালোভাবে গান শেখার আগ্রহ প্রকাশ করতে থাকে। (আত্তাহযিব, শেখ তুসী, ৬ষ্ঠ খন্ড, পৃ. ১৬৫, প্রকাশনায় দারুল কুতুবিল ইসলামিয়া, তেহরান; আল্ কফি, আল্লামা কুলাইনি, ৬ষ্ঠ খন্ড, পৃ. ৫৪০, প্রকাশনায় দারুল কুতুবিল ইসলামিয়া, তেহরান।)
37