34
পবিত্র কুরআনে আল্লাহ বলেন:
“নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।”
— সুরা আল-বাকারা, আয়াত ১৫৩
মানবজীবনে বিপদ-আপদ আসবেই, কিন্তু একজন মুমিনের শক্তি তার ধৈর্য ও আল্লাহর উপর ভরসায় নিহিত।
ইমাম হুসাইন (আঃ) কারবালার প্রান্তরে সর্বোচ্চ ধৈর্যের উদাহরণ রেখে গেছেন। তিনি বলেন:
“যে ব্যক্তি কঠিন অবস্থায় সবর করে, আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেন যা কেউ কল্পনাও করতে পারে না।”
বিহারুল- আনওয়ার খন্ড-৪৪ পৃ-১৯৫
সবর ও তাওয়াক্কুল একে অপরের পরিপূরক। জীবনের প্রতিটি পরীক্ষায় মুমিনের হৃদয় যেন বলে—“আমার রব আমার সাথে আছেন।
