শিষ্টাচার ও নম্রতা: ইসলামী সমাজের ভিত্তি

by Syed Yesin Mehedi

একটি সমাজ তখনই শান্তিপূর্ণ হয়, যখন মানুষ একে অপরের প্রতি সম্মান ও শিষ্টাচার প্রদর্শন করে।

নবী করিম (সা.) বলেছেন:

“তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যার আচরণ সর্বোত্তম।”
 বিহারুল- আনওয়ার খন্ড-৭১ পৃ-৩৭৩

ইমাম আলী (আঃ) বলেছেন:

“নম্রতা হচ্ছে জ্ঞানের শোভা, আর শিষ্টাচার হচ্ছে ঈমানের অলংকার।”
 নাহজুল বালাগা

শিষ্টাচার এমন এক সম্পদ যা সবাইকে শ্রদ্ধার যোগ্য করে তোলে। নম্রতা ও বিনয়ই সমাজে ঐক্য ও ভালোবাসার মূল ভিত্তি।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?