41
দোয়া কেবল মুখের শব্দ নয়—এটি একান্ত হৃদয়ের ফিসফিসানি, যা মানুষকে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে দেয়।
রাসূলুল্লাহ (সা.) বলেন:
“দোয়া মুমিনের অস্ত্র।”
— আল- কাফি,খন্ড.২,পৃষ্টা ৪৬৮.
ইমাম সাজ্জাদ (আঃ)-এর “সাহিফা সাজ্জাদিয়া” মানব আত্মার সবচেয়ে গভীর দোয়াগুলোর সংকলন।
তিনি বলেন:
“হে আল্লাহ! তোমার দরজা কখনো বন্ধ নয়; বরং আমাদের অন্তরই তা থেকে দূরে সরে যায়।”
— সাহিফা সাজ্জাদিয়া,দোয়া নং.২০
দোয়া হচ্ছে বিশ্বাসের প্রাণ। যখন মানুষ দোয়ায় চোখের পানি ফেলে, তখন সে প্রকৃত অর্থে আল্লাহর নিকটে পৌঁছে যায়।
